পোষ্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকের পোস্টটি কি নিয়ে করা হবে। আজকে ফ্রী ফায়ার এবং পাবজি খেলার সেরা ভিপিএন নিয়ে কথা বলবো। আজকে যে ভিপিএন সম্পর্কে বলব এই ভিপিএন এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে বিপিএনের সার্ভারগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন প্রো ভার্শন। এবং এই ভিপিএন কি আপনার লাইফটাইম ব্যবহার করতে পারবেন।
VPN কি কেন ব্যবহার করা হয়।
VPN কেন ব্যবহার করবেন।
যেহেতু বাংলাদেশের ফ্রী ফায়ার এবং পাবজি সহ কয়েকটি সাইট ব্লক করা রয়েছে সেহেতু এই সকল গেমস অথবা ওয়েবসাইট ভিজিট করার জন্য ভিপিএন ব্যবহার করতে হয়। যখন ভিপিএন ব্যবহার করে ফ্রী ফায়ার পাবজি অথবা ব্লক করা যেকোনো ওয়েবসাইট ভিজিট করবেন তখন আপনার ভিজিটিং কান্ট্রি হাইডেন করা থাকবে।
কোন ভিপিএন ব্যবহার করবেন।
বর্তমানে ইন্টারনেটের হাজার হাজার ভিপিএন পাওয়া যায় তার মধ্যে অধিকাংশ VPN নকল। এবং অনেক ভিপিএন আছে যেগুলা হ্যাকারদের পেতে রাখা ফাঁদ তাই ভিপিএন ব্যবহারে সাবধানতা অবলম্বন করা বাধ্যতামূলক। হ্যাকারদের কোন ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনার ফোন বা গুরুত্বপূর্ণ ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ফেইড VPN ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যেই ভিপিএন কি দিব এটি একটি পেইড ভিপিএন। এবিপি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিব বিপিএন টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।
Easy VPN Apps আনইন্সটল করুন। অ্যাপ টি ওপেন করে সিঙ্গাপুর সার্ভার সেলেক্ট করে কানেক্ট বাটনে ক্লিক করুন এখন এটি মিনিমাইজ করে গেমিং উপভোগ করুন। এবং যেকোন WebSite ব্রাউজ করুন।