এই কোডটি ব্যবহার করে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগারের আর্টিকেল কপি এবং পেস্ট কিভাবে বন্ধ করতে পারবেন। আজকের এই আর্টিলে এই বিষয় নিয়ে বিস্ময় আলোচিত করবো এবং পোষ্ট টেক্সট কপি ডিজেবল কোড দিয়ে দিবো।
কিভাবে ব্লগ পোষ্ট কপি করা বন্ধ করবো
Content Protection Code
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'> if(typeofdocument.onselectstart!="undefined" ){document.onselectstart=new Function ("return false" ); }else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } </script>
ব্লগের পোষ্ট চুরির ধরন
আপনি যে ধরনের ব্লগ পোষ্ট লিখেন তার উপর নির্ভর করে আপনার অজান্তেই আপনার ওয়েবসাইটের আর্টিক যে কেউ কপি করে নিয়ে যেতে পারে। এমন অনেক উদাহরণ রয়েছে। এই ধরনের চুরির ঘটনা অহর অহর। আপনার অনেক কষ্টের লেখা আর্টিকেল বা ব্লগ পোষ্ট চুরির হাতথেকে বাচাতে হলে অবশ্যই Content Protection ব্যবহার করতে হবে।
অন্যদের ওয়েবসাইটে আপনার লেখা আর্টিকেল খুঁজে বের কারার জন্য কোন সহজ মাধ্যম নেই বল্লেই চলে। আপনি কখনো জানবেনইনা কে বা কোন সাইট আপনার পোষ্ট কপি করে নিজের বলে চালিয়ে দিচ্ছে। তাই অন্যের ওয়েব কিংবা ব্লগে আপনার লেখা আর্টিকেল চুরি ঠেকাতে সতর্ক হতে হবে।
ব্লগ থেকে ছবি বা ভিডিও চুরি
আপনার ব্লগ পোষ্ট থেকে পোস্টে ব্যবহার করা ছবি বা ভিডিও কপি করা ঠেকাতে হলে, ব্লগ পোষ্টে ব্যবহারিত ছবি এবং ভিডিওতে অবশ্যই সাইটের লোগো অথবা নাম লিখে পোষ্ট করবেন এতে করে সেই ছবি বা ভিডিও অন্য কেউ আপনার সাইট থেকে চুরি করে ব্যবহার করলে ধরা পড়বে। বা চুরি করবে না কারন সে যদি চুরি করে তবে তার ভিজিটর দেখবে এটা কোন সাইটের ছবি বা ভিডিও।
অনুমতি ছাড়াই পোস্ট করা
কারো অনুমতি ছাড়া পোষ্ট কপিকরা গুরুতর অপরাধ, কেউ যদি আপনার আর্টিকেলের বিষয় নিয়ে লিখতে আপনার থেকে অনুমতি গ্রহণ করে এবং শুধুমাত্র রেফারেন্সের জন্য এটি ব্যবহার করতে চায়, তবে তাদের অবশ্যই মূল কাজের জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে বা দেয়া উচিৎ।
চুরি এবং এসইও
আপনার ব্লগ পোষ্ট অবশ্যই ইনডেক্স করে নিবেন, এবং ব্লগ পোষ্ট এসইও অপ্টিমাইজ করবেন যাতে আপনার লেখা পোষ্ট সঠিক ভাবে র্যাঙ্ক পায়। খেয়াল রাখতে হবে নকল পোষ্ট যেন আসল পোষ্ট থেকে র্যাঙ্কিং না নিতে পারে।
Content Protection Code কিভাবে বসাবেন
১/ Blogger Dashboard এ যাবেন।
২/ Layout এ যাবেন।
৩/ Add a Gadegt ক্লিক করবেন।
৪/ HTML/JavaScript এ ক্লিক করবেন।
এবার উপরে দেয়া Content Protection Code টি Paste করুন এবার Save করুন।
সফল ভাবে সেভ করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখুন আর্টিকেল কপি করা যায় কিনা..? আমার দেখানো নিয়ম অনুসরণ করলে আমি নিশ্চিত আপনার সাইটের কোন পোষ্ট বা আর্টিকল কেউ কপি করতে পারবে না।
অনুরোধ
কেমন লাগলো এই আর্টিকেলটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। দরিদ্র আইটি'র সকল পোস্ট সবার আগে পেতে আমাদের Google News এ ফলো করে রাখুন।