দোয়া কুনুত আরবী ও বাংলা উচ্চারন
দোয়া কুনুত মূল্যবান দোয়া গুলোর মধ্যে থেকে অন্যতম, যেটা বিতর সালাতে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাঝে মাঝে পাঠ করতেন। বিতর নামাজের তৃতীয় রাকাআতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পর এটি পাঠ করতে হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় । কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকেই দোয়া কুনুত তেলাওয়াত করতে পারিনা। আপনাদের সুবিধার্থে আমি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ সহ এর গুরুত্ব এবং সহজে শেখার নিয়ম তুলে ধরব, যা নিঃসন্দেহে আপনাদের উপকার করবে ইনশাআল্লাহ।দোয়া কুনুত আরবি
اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত বাংলা
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈ’নুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ব।হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
দোয়া কুনুত এর পরিবর্তে কি পড়া যায়
বিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত পড়া সুন্নাহ কিন্তু আবশ্যক নয়। যদি কেউ পড়ে, তাহলে তিনি দোয়া পড়লেন। আর যদি কেউ মনে করেন যে আমি দোয়া পড়ব না, শুধু এক রাকাত পড়ে শেষ করে দেব, তাহলেও এটি জায়েজ রয়েছে। সালফে সালেহীনগণ দোয়া কুনুতকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে একদল ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ, আবার কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। তবে ওয়াজিবের বক্তব্যটি সনদের দিক থেকে দুর্বল। কেউ যদি দোয়া কুনুত না জানেন, তাহলে তিনি যেকোনো ধরনের দোয়া পড়তে পারবেন। সুরা ইখলাস তিনবার পড়ার ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। আর যদি কোনো দোয়া জানা না থাকে, তাহলে তিনি তাসবিহ ও তাকবির করবেন।সহি দোয়া কুনুত
আল্লাহুম্মা দিনি ফিমান হাদাইতা,ওয়া আফিনি ফিমান আফাইতা, ওয়া তাওয়াল্লিনি ফিমান তাওাল্লাইতা,ওয়া বারিক লি ফিমা আতাইতা, ওয়া কিনি শার রা মা কাজাইতা, ফাইন্নাকা তাকজি ওয়া লা ইউকজা আলাইকা,ইন্নাহু লা ইয়াজিল্লু মাও ওয়া লাইতা ,ওয়া লা ইয়া ইযঝু মান আদাইতা,তাবারাক তা রাব্বানা ওয়াতা আলাইতা,ওয়া সাল্লাল্লাহু আলান নাবি।দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত বাংলা ছবি
উপসংহার।
সম্পুর্ন পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই আর্টিকেলটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। দরিদ্র আইটি'র সকল পোস্ট সবার আগে পেতে আমাদের Google News এ ফলো করে রাখুন।